‘এমনেই জীবন চলে না, দিবস দিয়ে কি করমু’

সারা বিশ্বে যখন পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তখন দেশের খেটে খাওয়া মানুষ জানে না আজ কি দিবস। কুমিল্লা কান্দিরপাড়ে অবস্থানরত কয়েকজন দিন মজুরকে আজ কি দিবস? এমন প্রশ্ন করলে জবাবে তারা বলেন, আজ বিজয় দিবস, কেউ বা বলছে স্বাধীনতা দিবস। তবে একজন হাত তুলে বলে আজ ২১ শে ফেব্রুয়ারি।

তবে তারা জানে না এদিন কেন পালিত হয়? দিন মজুর রফিক বলে উঠলো ‘জীবন চলে না বাবাজি, কেমনে খামু, কেমনে চলমু? আর খাওন দিব কেডা? কৈ গেলে কাম পামু? আমাগো দেখব কেডা? দিবস কি আমাগো খাওন দিব?’

কাজের খোঁজে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে কাক ডাকা ভোরে প্রতিদিনই কোদাল-টুকরি হাতে হাজির হন দিন মজুররা। বেশিরভাগ দিনমজুরই কাজের আশায় দিনভর অপেক্ষা করে কেউ বা বেলা শেষে খালি হাতেই ঘরে ফেরেন। তাই আড্ডায় সময় কাটে অনেকের।

এক দিনমজুর বলেন, এমন কত দিবস আসে যায় তবে পেটের দায়ে ভাষা শহীদের স্মরণ করতে পারি না। মুক্তিযোদ্ধারা যদি দেশ স্বাধীন না করতো তাহলে তো আমারা কাজ করে খেতে পারতাম না। প্রতিদিনই কর্মভেদে দুইশ থেকে সাড়ে চারশ টাকায় তাদের শ্রম বিক্রি করেন এসব শ্রমজীবী।



মন্তব্য চালু নেই