কলারোয়ায় সার্কাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা গুরুত্বর জখম
কলারোয়ায় সার্কাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামীলীগ নেতা গুরুত্বর জখম হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামে প্রদর্শিত সার্কাস প্যান্ডেলের সামনে রাস্তায়। জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে বয়ারডাঙ্গা গ্রামের মৃতঃ হযরত আলীর পুত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন-আর রশিদ সার্কাস প্যান্ডেলে গেলে স্থানীয় প্রতিপক্ষ গ্রুপের সাথে বচসা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় হারুন- আর রশিদ মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর জখম হয়েছে। বর্তমান সে কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে ওই এলাকার কয়েজনের বিরুদ্ধে কলারোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই