সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল নিহত
রাঙামাটিতে এক সহকর্মীর অসাবধানতাবশত করা গুলিতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে।
শনিবার দুপুরে রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জ এলাকায় অবস্থিত পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন দুই কনস্টেবল স্বরূপ বড়ুয়া ও পূর্ণ বড়ুয়া। কনস্টেবল স্বরূপ বড়ুয়া সহকর্মী পূর্ণ বড়ুয়ার অস্ত্র নিয়ে নাড়াচাড়া করার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে পূর্ণ বড়ুয়া (কনস্টেবল নং-৩৪৯৫) গুলিবিদ্ধ হন। তাকে তাৎক্ষণিক রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত পূর্ণ বড়ুয়া রাউজান উপজেলার পূর্ব গুজরা গ্রামের শেখর বড়ুয়ার ছেলে।
স্বরূপ বড়ুয়ার বাড়িও রাউজান উপজেলায়। তারা দুইজন একই তারিখে পুলিশে চাকরি নেয় বলে জানিয়েছেন সহকর্মীরা। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন স্বরূপ বড়ুয়াও। তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।
রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুর রহমান জানিয়েছেন, কোমরের কিডনির স্থানে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।
মন্তব্য চালু নেই