২ বছরে লঞ্চ দুর্ঘটনায় নিহত ২০৩

দুই বছরে (২০১৪-১৫) যাত্রীবাহী সাতটি লঞ্চ দুর্ঘটনায় ২০৩ জন নিহত হয়েছে বলে সংসদকে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে বৃস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে নৌপথের দৈর্ঘ্য বর্ষাকালে আনুমানিক ৬০০০ কিমি এবং শুকনো মৌসুমে ৩৮৬৫ কিমি। নৌপথের দৈর্ঘ্য বৃদ্ধির লক্ষ্যে সরকার ৫৩টি নদী খননের উদ্যোগ নিয়েছে।
মহিলা আসনের সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, দেশে মোট ৪৮টি ফেরি সচল আছে।
এ সময় মন্ত্রী জানান, ৬৯ কোটি টাকা ব্যয়ে জার্মানি, তুরস্ক, চায়না, জাপান থেকে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই