ঢাকায় চার স্থানে বসন্ত উৎসব
আগামীকাল পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্তের বন্দনায় মেতে উঠবে বাঙালি হৃদয়, জাগবে নুতন আশা। ঋতুরাজকে বরণ করে নিতে এবার ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে শনিবার রাজধানীর চার মঞ্চে একযোগে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব।
এর আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষৎ। মূল আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। এছাড়াও লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক, ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবর ও উত্তরার ৭ নং পার্কের মাঠে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় বসন্ত উদযাপন পরিষৎ-এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন পরিষৎ-এর সহ-সভাপতি কাজল দেবনাথ, স্থপতি শফিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭টায় শুরু হবে এ আয়োজন। মতিয়ার রহমানের সারেঙ্গী বাদনের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হবে। বিকাল সাড়ে ৩টায় একই স্থানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
একই সময় লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্কের শহীদ স্তম্ভের পাদদেশ, রবীন্দ্র সরোবর ও উত্তরার ৭ নং পার্কের মাঠে বসন্ত উৎসব আয়োজন করা হবে।
মন্তব্য চালু নেই