নতুন দায়িত্ব দিয়ে চার অতিরিক্ত সচিবকে বদলি
অতিরিক্ত সচিব পদের চার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে চেয়ারম্যান ও দুজনকে ডিজি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের পরিচালক বনমালী ভৌমিককে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক পদে থাকা জসীম উদ্দিন আহমেদকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত সচিব শেখ আব্দুল আহাদকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মহাপরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি মো. রাকিব হোসেনকে অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে বিদ্যুৎ বিভাগে।
মন্তব্য চালু নেই