পাক গোয়ার্তুমি: বাংলাদেশের দূতকে ফের তলব
পাকিস্তানের গোয়ার্তুমি চলছেই।বাংলাদেশ সঙ্গতকারনে একটি পদক্ষেপ নিলে তার কিছু দিনের মধ্যে পাল্টা একটি পদক্ষেপ পাকিস্তান নিয়ে আসছে।আজ সোমবারও তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলবের পাল্টা পদক্ষেপ হিসাবে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনারকে তবল করে দেশটি।
এর আগেও যুদ্ধাপরাধ ইস্যুতে কয়েক দফা পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে।
যুদ্ধাপরাধের বিচার এবং কূটনীতিকদের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে টানাপড়েনের মধ্যেই ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনকে সোমবার দেশটির সরকার তলব করে।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র একথা জানিয়েছেন।
ঐ কর্মকর্তা বলেন, আজ সোমবার বিকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাই কমিশনারকে ডেকে পাঠান।
ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা দীর্ঘ সময় ‘নিখোঁজ’ থাকার ঘটনায় ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে গত ২ ফেব্রুয়ারি তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে তার হাতে একটি চিঠিও দেওয়া হয়।
এর এক সপ্তাহের মধ্যে পাল্টা পদক্ষেপ নিল ইসলামাবাদ।
মন্তব্য চালু নেই