ময়মনসিংহে কবর থেকে লাশ চুরি

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে নিহত এক ব্যক্তির লাশ কবর থেকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার ভরাডোবা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের হেকিম পাঠানের ছেলে ইদ্রিস আলী পাঠান দেড়বছর পূর্বে ৫৫ বছর বয়সে বজ্রপাতে মারা যান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রোববার রাতে একদল দুর্বৃত্ত পাশের কবর খুড়ে ইটের প্রাচীর ভেঙে নিহত ইদ্রিস আলীর লাশটি চুরি করে নিয়ে যায়।

খরব পেয়ে পরিবারের লোকজন কবরস্থানে গিয়ে ঘটনা নিশ্চিত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। নিহতের মেয়ে ববিতা জানান, তার বাবার লাশটি চুরি করে নিয়ে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন পাশের কবরের ইটের প্রাচীর ভেঙে কবরের উপরদিয়ে লাশটি চুরি করে নিয়ে পলিথিন ও বিভিন্ন গাছের পাতা দিয়ে কবরটি ঢেকে রেখে যায়।



মন্তব্য চালু নেই