মাছখোলার নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন ও শেখ রাসেল ক্রীড়াঙ্গন মাঠের উদ্বোধন

আব্দুর রহমান, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের পর মাছখোলায় নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন ও শেখ রাসেল ক্রীড়াঙ্গন মাঠের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পার মাছখোলায় নির্মাণাধীন ব্রীজের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় নির্মাণাধীন ব্রীজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন কাজের অগ্রগতি নিয়ে। নির্মাণ কাজের সময়কাল কয়েকবার পার হলেও এখনও ব্রীজের কাজ শেষ হয়নি। মাছখোলা এলাকার মানুষের জন্য ব্রীজটি দ্রুত ব্যবহার উপযোগী করে দেওয়ার নির্দেশ দেন।

পরে মাছখোলায় শেখ রাসেল ক্রীড়াঙ্গন মাঠটি উদ্বোধন করেন তিনি। শেখ রাসেল ক্রীড়াঙ্গনের উদ্বোধনকালে সাংসদ বলেন, খেলাধুলার জন্য মাঠের প্রয়োজন আছে কিন্তু নদীর জায়গা দখল করে কোন কিছু করা যাবে না। সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই