জাতীয়করণ হলে শিক্ষকরা বদলি হতে পারবেন না
যেসব উপজেলায় স্কুল বা কলেজ জাতীয়করণ করা হবে, সেসব স্কুল-কলেজের শিক্ষকরা কোথাও বদলি হতে পারবেন না।
বুধবার রাতে জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, সরকারের এই আমলে শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। ইতোপূর্বে প্রধানমন্ত্রী অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার লক্ষ্যে সম্মতি জ্ঞাপন করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ জাতীয়করণ হবে।
এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানান, আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি, যে সব উপজেলায় একটিও সরকারি স্কুল বা কলেজ নেই শুধুমাত্র সে সব উপজেলায় আমরা স্কুল বা কলেজ সরকারিকরণ করবো। আর এই স্কুল-কলেজ যখন সরকারিকরণ করব তখন সেখানকার শিক্ষকরা কোথাও বদলি হতে পারবেন না। তাদের স্ব স্ব স্কুল বা কলেজেই থাকতে হবে।
৩২৫টি কলেজ ও ৩১৫টি স্কুলকে জাতীয়করনের প্রাথমিক তালিকা ভূক্ত হয়ে আছে।
মন্তব্য চালু নেই