বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় চার ট্রাক, চলাচল ব্যহত

সিরাজগঞ্জ জেলার ব্ঙ্গবন্ধু সেতুতে কুয়াশার কারণে একসঙ্গে চারটি ট্রাক দুর্ঘটনায় পড়ে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ আছে। এ দুর্ঘটনায় আহত হন অন্তত পাঁচজন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই ঘন কুয়াশা। চারদিকে কিছুই দেখা যায় না। এর অবস্থায় সেতুতে উত্তরবঙ্গগামী চারটি মালবোঝাই ট্রাক যাচ্ছিল। কিন্তু কুয়াশায় দেখতে না পাওয়ায় চারটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ফলে কয়েকজন চালক ও সহকারী আহত হন এবং সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, সেতুতে বেশ কয়েকবার এরকম দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যোগাযোগমন্ত্রী কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটারে বেঁধে দেয়। কিন্তু এতে ও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না বলে জানায় সেতু কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই