বরিশালে শিক্ষিকাকে এসিড নিক্ষেপ

বরিশাল নগরীতে মোসা. আসমা আক্তার (৩৪) নামে এক স্কুল শিক্ষিকার ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বান্দরোডের বিআইপি কলোনিতে এ ঘটনা ঘটে।

এসিড সন্ত্রাসের শিকার মোসা. আসমা আক্তার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সিবিএ নেতা আবুল হোসেন তাল‍ুকদারের মেয়ে ও ঝালকাঠির আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সোমবার বেলা ১১টায় মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন ও ভিকটিমের সঙ্গে হাসপাতালে গিয়ে সাক্ষাত করেন।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রউফ জানান, রোববার গভীররাতে দুবৃত্তরা বিআইপি কলোনির এফ-১/৮ ভবনের নীচতলার একটি ফ্লাটের জানালা দিয়ে স্কুল শিক্ষিকা মোসা. আসমা আক্তারের শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে তার শরীরের একাংশ ঝলসে যায়।

বর্তমানে ভিকটিমের চিকিৎসার ওপরে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাথমিক আলামত উদ্ধার করা হচ্ছে। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই