বাংলাদেশে ফিরলেন শাবনূর
বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। গত ১ অক্টোবর অনেকটা নিরবেই তার সন্তান আইজান নেহানকে নিয়ে দেশে ফিরেছেন এ ঢালিউড অভিনেত্রী। তিনি ঢাকায় এসে উত্তরায় তার স্বামীর বাসায় উঠেন। এ তথ্য নিশ্চিত করেছেন শাবনূরের স্বামী অনিক মাহমুদ।
তিনি বলেন, ‘শাবনূর ঈদের আগেই দেশে ফিরেছে। আমার ইচ্ছে আছে শিগগিরই সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার। আমাদের সন্তান ও শাবনূরের দেশে ফেরা উপলক্ষে অনুষ্ঠানটি করতে চাই।’
তিনি আরো জানান, বর্তমানে শাবনূর দেশেই থাকবেন, মাঝে মধ্যে হয়তো অস্ট্রেলিয়ায় যাবেন। তবে এখনই কোন শ্যুটিং করছেন না তিনি।
বলা ভালো, ২০১১ সালের ৬ ডিসেম্বর সহশিল্পী অনিককে বিয়ে করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
মন্তব্য চালু নেই