গাড়িতে বেসামাল প্রেমিক যুগল, অতঃপর…

চারপাশে শ্বেত-শুভ্র বরফ। আবহাওয়ায় চমৎকার। এমন পরিবেশে ভালোবাসাবাসিতে বিভোর হয়ে পড়েন যুগল। দুজনের বয়স ত্রিশের মধ্যে। গার্লফ্রেন্ডের চোখের গভীরে হারিয়ে যেতে যেতে চালকের আসনে বসা তরুণের পা পড়লো গিয়ারে। সেন্ট্রাল চেক রিপাবলিকের বরফে ঢাকা নির্জন মাঠের ধারে যেখানে গাড়িটি দাঁড় করিয়েছিলেন তারা, তা আদতে মাঠ ছিল না। ছিল এক গভীর লেক। গাড়ি গড়াতে শুরু করে। পুকুরে পড়তেই পাড়ের নরম বরফ ভাঙতে শুরু করে। গাড়িও বরফ কেটে ডুবতে থাকে গভীরে। খবর-বিডি প্রতিদিন।

পরিস্থিত বেগতিক দেখে গাড়ির কাচ নামিয়ে জানালা দিয়েই লাফ মারেন তরুণ-তরুণী।

আচমকা ঘটনায় হতভম্ভ প্রেমিক যুগল খেয়ালই করেননি তাদের পরনে পোশাক নেই বললেই চলে। অর্ধনগ্ন যুগল ভেবে ঠিক করতে পারছিলেন না তারা গাড়ি তুলবেন নাকি নিজেদের লুকোবেন। কিছুক্ষণ পর অবশ্য ফায়ার ব্রিগেড এসে উদ্ধার করে গাড়ি।



মন্তব্য চালু নেই