‘কারো কাছে হাত পাততে পারব না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।
তিনি শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং চিটাগাং চেম্বার অব কমার্সের শত বছর উৎযাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন কাজ চালিয়ে নিতে ব্যবসায়ীদের সময়মতো ট্যাক্স অবশ্যই দিতে হবে। দেশের উন্নয়নের ৯০ ভাগ কাজ এখন নিজেদের বাজেটে হচ্ছে। উন্নয়ন করব। কিন্তু কারো কাছে হাত পাততে পারব না। তাই আপনাদের ট্যাক্স ঠিকমত দিতে হবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের প্রধান ইকোনমিক জোন। চট্টগ্রামের অর্থনীতি হবে আরও মজবুত। সরকারের একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নিজেদের অর্থায়নে যেমন পদ্মা সেতু এগিয়ে নিচ্ছি, ঠিক তেমনি চট্টগ্রামের উন্নয়নও এগিয়ে নিয়ে যাব আমরা। চট্টগ্রামের এসব উন্নয়ন ভবিষ্যতে আরও উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে।’
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জমি দান বিষয়ে বিএনপির প্রচারণাকে মিথ্যা ষড়যন্ত্র উল্লেখ্য করে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে আমিই রেল থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য এ জায়গা নিয়েছিলাম।’
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ, এফবিসিসিআইয়ের সভাপতিসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই