প্রিয়া ও নদীর ‘হারানো সুর’
নবাগত অভিনেত্রী প্রিয়া আমান এবং নাদীয়া নদী অভিনয় করতে যাচ্ছেন ‘হারানো সুর’ নামে নতুন একটি চলচ্চিত্রে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন আদি দ্যা গুরু। এ নির্মাতা জানান তার এ চলচ্চিত্রটিতে অভিনয় করবেন নবীন সব অভিনয়শিল্পীরা।
এই চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটবে তিনজন নবীন নায়ক ও আরো এক নায়িকার।
সিনেপাগলা’র উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রটির প্রি প্রোডাকশনের কাজ প্রায় শেষ। শিগগিরই চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হবে বলেও জানান নির্মাতা।
মন্তব্য চালু নেই