এ্যানিকে কারাগারে পাঠানোর আদেশ

নাশকতার নয় মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে সকালে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

এ্যানির আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ নাশকতার নয় মামলায় জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে এ্যানির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মামলা নয়টির মধ্যে পল্টন থানার সাতটি, মতিঝিল থানার একটি এবং সূত্রাপুর থানার একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা চার্জশিট দাখিল হয়েছে এবং অপর মামলাগুলো তদন্তাধীন।



মন্তব্য চালু নেই