নিজেকে নিঃস্ব দাবি করলেন মুসা!
ধনকুবের হিসেবে পরিচিত দেশের বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের নিজেকে নিঃস্ব বলে দাবি করেছেন। ১২ বিলিয়ন ডলার সুইস ব্যাংকে আটকে থাকায় তার কাছে তেমন কোনো সম্পদ নেই। নিজের কাছে যা আছে সবই বৈধ সম্পদ বলেও দাবি করেন মুসা।
আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে মুসা বিন শমসের সাংবাদিকদের এ কথা জানান।
মুসা বিন শমসের বলেন, আমি দুদককে বলেছি, আমার তেমন কোনো সম্পদ নেই, সুইস ব্যাংকে টাকা আটকে থাকায় আমি একপ্রকার নিঃস্ব। নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি বলেও দাবি করেন আলোচিত ও বিতর্কিত এই ব্যবসায়ী।
সুইস ব্যাংক ১২ বিলিয়ন জব্দ কেন করেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ইরেগুলার ট্রানজেকশনের কারণে করেছে। কোর্ট আমার পক্ষে আছেন। শিগগিরই এ বিষয়ে রিপোর্ট পাবো’।
মন্তব্য চালু নেই