ঢামেকের লিফটে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যেই রোগীর স্বজনকে পিস্তল ঠেকিয়ে ১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শফিকুল ইসলাম (১৬) নারায়ণগঞ্জের গোপালদী সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তার বাবা দানেশ মিয়া (৪৫) হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগের ১৭ নং বেডে চিকিৎসাধীন।
শফিকুল জানায়, তার বাবা রোগে আক্রান্ত হয়ে ওই ওয়ার্ডে ভর্তি হন কয়েকদিন আগে। আজ রোববার সে বাবাকে দেখতে আসে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে।
বিকেল পাঁচটায় ওয়ার্ড থেকে বেরিয়ে সে হাসপাতাল ঘুরতে গেলে ওই বিভাগের লিফটের সামনে ছিনতাইকারী তাকে পিস্তল দেখিয়ে তার কাছে থাকা ১০০০ টাকা নিয়ে যায়। টাকা নিয়ে ছিনতাইকারী তাকে বলে, ‘পেছনে তাকাবি না। তাকালে গুলি করবো।’
ভয়ে কাঁপতে কাঁপতে ওয়ার্ডে এসে শফিকুল ঘটনাটি তার স্বজনদের জানায়। পরে ওই ওয়ার্ডের ইনচার্জ মোজাম্মেল হককে ঘটনাটি জানানো হয়।
রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিসি ক্যামেরা, নিরাপত্তার দায়িত্বে আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী থাকার পরেও হাসপাতালের ভেতর এ ধরনের ছিনতাই ঘটে কিভাবে?’



মন্তব্য চালু নেই