কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি প্রবীন আইনজীবী এড. এমএম ইয়ার আলি। সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল।
এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার সংরক্ষিত আসন-৩ এর কাউন্সিলর লুৎফুননেছা লুতু, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সভাপতি গোলাম রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কোষাধ্যক্ষ অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, শেখ মাসুমুজ্জামান মাসুম, মনিরুল ইসলাম মনি, শেখ জিয়া, গোলাম রসুল, এসএমসি’র সদস্য আমানুর রহমান ও পূর্ণিমা রানী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাস্টার নজরুল ইসলাম, শেখ সাইদুজ্জামান সাইদ, লিংকন, সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, প্রাক্তন ছাত্র আশিক, ফারুক, মাসুম, রিপন, গোলাম আজম, উজ্জ্বল, আলমগীর, বিদায়ী শিক্ষার্থী ওয়ালি উল্লাহ, আরিফুল ইসলাম, সোহেল রানা, কাজল প্রমুখ।
1সংবর্ধনা সভার পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্কুলের পক্ষ থেকে উপহার হিসেবে কয়েকটি শিক্ষা উপকরণ ও বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ে তাদের পক্ষ থেকে স্মৃতিস্বরূপ কিছু উপহার সামগ্রী তুলে দেয়।
সভা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের পিটিএ’র সভাপতি মাওলানা ইছাক আলি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক।
উল্লেখ্য, এ বছর বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৯ জন এবং মানবিক বিভাগে ৪৬ জন সর্বমোট ৫৫ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। যার মধ্যে ৩৬ জন ছাত্র আর ১৯ জন ছাত্রী।



মন্তব্য চালু নেই