শাবির সেই শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা
ড্রাইভিং শিখতে গিয়ে প্রাইভেট কার চাপায় দুইজনের মৃত্যুর ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আরিফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ওই ঘটনায় নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমী রবিবার রাতে নগরীর জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।
গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষক আরিফুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোমিটার সড়কে নিজের নতুন গাড়ি চালানো শিখছিলেন। এ সময় ড্রাইভার তার পাশে বসা ছিলেন। এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এর নিচে পড়ে নিহত হন গিয়াস উদ্দিন (৭০) ও তার ভাতিজা আতাউর রহমান (৫০)। এ ঘটনার পর ওই শিক্ষক স্বপরিবারে আত্মগোপনে রয়েছেন।
ওসি জানান, মামলা হয়েছে, বিষয়টি তদন্তের পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গতকাল ওসি জানিয়েছিলেন, ওই অধ্যাপকের মোবাইলফোনটি বন্ধ রয়েছে।
এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা এটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই