সুষ্ঠু ইউপি নির্বাচন করার ইঙ্গিত ইসির

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাজধানীর আগাঁরগাওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাবেদ আলী বলেন, প্রথমবারের মত ইউপি নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ইসির পক্ষ থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন করা হবে।

তিনি বলেন, ‘দলীয়ভাবে ইউপি নির্বাচনের ফলে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে কোনো প্রভাব পড়বে না। কোনো ধরনের হামলা হবে না। এই নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হবে।

বিধিমালা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনের বিধিমালা এখনো আমাদের হাতে পৌঁছেনি। হাতে এখনো অনেক সময় আছে। বিধিমালা হাতে পেলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণার কথা চিন্তা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই