লন্ডন ডার্বি জিতলো চেলসি

ঢাকা: নামেই লন্ডন ডার্বি৷কিন্তু আর্সেনাল বনাম চেলসির রবিবারসরীয় মহারণ শুরু থেকেই একপেশে হয়ে গেল৷দশ জনের আর্সেনালকে ১-০ হারিয়ে দিল চেলসি৷

ম্যাচের ১৮ মিনিটেই দশ জনের দলে পরিণত হয়ে যায় ওয়েঙ্গারের আর্সেনাল৷দিয়েগো কোস্তাকে পিছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন জার্মান ডিফেন্ডার মার্টেস্যাকার৷কস্তার অতিনাটকীয় অভিব্যক্তির জালে জড়িয়ে যান রেফারিও৷ফলে লাল কার্ড দেখাতে বাধ্য হন তিনি৷

সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে থাকা চেলসিকে ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে দেন সেই কস্তাই৷বাঁ-দিক থেকে ব্রানিস্লাভ ইভানোভিচের দুর্দান্ত ক্রস থেকে বল জালে পাঠিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড। কস্তার গায়ের সঙ্গে সেঁটে থাকা পলিস্তাও বাধা দিতে পারেননি তাঁকে। এই গোলই খেলার স্কোরলাইন লিখে দিল৷

প্রিমিয়র লিগের প্রথম পর্বে হারার পর এদিনও হারল আর্সেনাল৷ফলে লেস্টার সিটিকে সরিয়ে লিগের শীর্ষে উঠার সুযোগ হারাল ওয়েঙ্গারের ছেলেরা। প্রথম পর্বে চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল গানার্স৷গানার্সদের সঙ্গে এই নিয়ে লিগে টানা ন’ম্যাচ অপরাজিত থাকল চেলসি।

২০১১-এ অক্টোবরে শেষবার চেলসিকে হারিয়েছিল আর্সেনাল। আর্সেনাল জিততে না-পারায় শীর্ষেই থাকল লেস্টার সিটি। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যাঞ্চেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল আর্সেনাল।



মন্তব্য চালু নেই