যেখানে রয়েছে কুকুরের মন্দির!

হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন মূর্তির পূজা করে থাকে। তাদের অসংখ্য দেবদেবী রয়েছে। তবে এবার কুকুরের মন্দিরের দেখা মিলল। যেখানে সময়মত প্রতিদিন পূজাও করা হয়।

ভারতের ঝান্সিতে মউরানিপুর শহরে একটি মৃত মহিলা কুকুরের মন্দির রয়েছে। এখানে এটি খুব আলাদাভাবে রাখা হয়েছে। এখানে প্রতিদিন দর্শনার্থীরা এসে পূজা করে যান।

হিন্দু পণ্ডিত কিশোরী লাল জাদভ এই মন্দিরের দেখাশোনা করেন। তিনি এই মন্দিরের পূজার সময় নির্ধারণ করেন। সেই এলাকার মানুষ এই মন্দিরে অনেক বিশ্বাস করেন। তারা এখানে প্রয়োজনীয় সকল কাজে অংশ নেন।

কিশোরী লালের মতে, এই কুকুরটি দুইটি গ্রামের মাঝে একটি বর্ডারের নিকট থাকত। একদিন দুই গ্রামে একসাথে অনুষ্ঠান করা হয়। তখন এই কুকুরটি খাবারের জন্য এক গ্রামের অনুষ্ঠানে যায়। কিন্তু সেখানে খাবার তখনও রান্না করা হয়নি। তারপর সে আবার পাশের গ্রামে যায়, সেখানে জেয়েও একই অবস্থা দেখলে, কুকুরটি দুই গ্রামের মাঝে বর্ডারে বসে থাকে। সে চিন্তা করে যেখানে আগে রান্না শেষ হবে সেখানে আগে যাবে, কিন্তু দুই গ্রামে একসাথে রান্না করা শেষ হয় এবং কুকুরটি ক্ষুধার্ত অবস্থায় সেখানে মারা যায়।

সেই স্থানে এখন সেই কুকুরের স্মরণে মন্দির স্থাপন করা হয়েছে। এখান সেখানে মানুষ নিয়মিত পূজা করে।–সূত্র: ইন্ডিয়া টুডে।



মন্তব্য চালু নেই