ব্যক্তি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সমাজের কল্যাণে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে কাজী মাহাবুব উল্লা স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষা বিস্তারে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।
এ সময় প্রধানমন্ত্রী কুসংস্কার ও জঙ্গিমুক্ত সমাজ গড়ার কথা পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য চালু নেই