হুদহুদ’ এর প্রভাব
সেন্টমার্টিনে ৩ শতাধিক পর্যটক আটকা
ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছে সাড়ে ৩শ’ পর্যটক।
কক্সবাজার উপকূলে স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানি ৪ ফুট বাড়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানিয়েছে, ঈদের পর ৩টি জাহাজে করে প্রতিদিন গড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছে। এর মধ্যে অনেকেই দ্বীপে রাত যাপন করছেন। সাগর উত্তাল থাকায় শনিবার কোনো জাহাজ দ্বীপে যায়নি। যে কারণে সেখানে আটকা পড়েছে সাড়ে ৩শ’ পর্যটক।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান, পারাপারের জাহাজ বন্ধ থাকায় দ্বীপে আটকে পড়েছে সাড়ে ৩শ’ পর্যটক।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানান, আবহাওয়া স্বাভাবিক হলে আটকে পড়া পর্যটকদের ফেরত আনা হবে।
এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাসমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে ৪ ফুটের মতো। একই সঙ্গে সাগর উত্তাল হওয়ায় উপকূলে ফিরেছে বিপুল সংখ্যক ফিশিংট্রলার।
মন্তব্য চালু নেই