সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই দেশের শক্তি। আর সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়ার সমাপনী অনুষ্ঠান পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রংপুরের পাগলাপীরে খলেয়া হেলিপ্যাডে পৌঁছায়। সেখানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর পর দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ মহড়া দেখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেসসচিব ইহসানুল করিম শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
মন্তব্য চালু নেই