বারডেমের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসানকে প্রত্যাহার করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে চিকিৎসকদের ধর্মঘটের প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রীর হুমকির মধ্যে বুধবার বিকালে এই পদক্ষেপ নেয়া হল। পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বলেন, “ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।” গত রোববার রাত ৮টার দিকে বারডেম হাসপাতালে পুরান ঢাকার এক রোগীর মৃত্যু হয়। চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে দাবি করে রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালানোর পাশাপাশি লাঞ্ছিত করে তিনি চিকিৎসককে। হামলার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মাসুদকে দায়ী করে ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষায়িত এই হাসপাতালের চিকিৎসকদের ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে রোগীদের দুর্ভোগ চলছে। এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী বুধবার সকালে এক সভায় বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ করে বলছি- অবিলম্বে ওই এসিকে প্রত্যাহার করুন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।“তা না হলে সারাদেশে পুলিশ হাসপাতালসহ পুলিশের জন্য যে সব সরকারি স্বাস্থ্য সেবা রয়েছে, সব বন্ধ করে দেয়া হবে, আমি বলে দিলাম।” বিষয়টি নিয়ে চিকিৎসক নেতারা মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে টেলিফোন করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছিলেন। এর একদিন পর আরো কড়া ভাষায় কথা বলেন। পুলিশকে উদ্দেশ্য করে নাসিম বলেন,“আপনাদের দায়িত্ব জনগণের সেবা করা, ডাক্তারদেরও তাই। আপনাদের কোনো অভিযোগ থাকলে তা আমাদের জানাতে পারতেন, আমরা অভিযোগ খতিয়ে দেখে দোষী ব্যাক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নিতে পারতাম- ডাক্তারদের পেটালেন কেন?”
মন্তব্য চালু নেই