দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুই বাসের আরো ১০ জন।

শনিবার সকালে চুয়াডাঙ্গা দর্শনা সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে পূর্বশা পরিবহনের একটি বাস দর্শনা যাচ্ছিল। সকাল ৮টার দিকে বাসটি জয়রামপুর এলাকায় বিপরিত দিক থেকে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পূর্বাশা পরিবহনের চালক শান্তি মিয়া ও দর্শনা ডিলাক্সের চালক দুলাল মণ্ডল নিহত হয়। আহত হয় দু, বাসের অন্তত ১০ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের সদর হাসপাতালে নিলে সেখানে আরস মিয়া নামে আরো একজনের মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক লিয়াকত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই