ইজতেমার নিরাপত্তা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে পরিদর্শনকালে ইজতেমার শীর্ষ মুরুব্বিদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন তিনি।
এর আগে ইজতেমা উপলক্ষে গঠিত পুলিশ কন্ট্রোলরুমে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। এজন্য অনেক ষড়যন্ত্রের পরও এদেশের মানুষ নাশকতাকে ঘৃণা করছে। এজন্য নাশকতা এবং জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান, জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার হারুন অর রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইজতেমার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
এবারের ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব ও ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বের ৫০তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিদেশি প্রায় ৪ হাজারসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।
মন্তব্য চালু নেই