বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সোয় ৭টায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এর কিছুক্ষণ পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের প্রমুখ।
এছাড়া সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ও পরে রাজশাহীতে শহীদ জাতীয় নেতাদের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৭ এপ্রিল অনন্য একটি দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পাশাপাশি এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিক রূপ পায়। পরে এই বৈদ্যনাথতলাকে ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।


মন্তব্য চালু নেই