৬৮ ফুট কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবচেয়ে ব্যক্তিক্রমী আয়োজন করা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে। বিশাল আকৃতির কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে টুঙ্গীপাড়া ছাত্রলীগ।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্রলীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে ৬৮ ফুট দীর্ঘ ও ২৬০ পাউন্ড ওজনের কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা।
এর আগে টুঙ্গীপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিস্থলে এসে শেষ হয়।
এসময় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেয় টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর সমাধিস্থল ছাড়াও জেলা ছাত্রলীগ, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে কেক কাটা হয়।
মন্তব্য চালু নেই