প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ এর ৬১ জেলার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৩ হাজার ৯৭৪ জন।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এ সকল প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিস বোর্ড থেকে জানা যাবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।

ফল দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই