সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান
সাতক্ষীরার শিক্ষা ব্যবস্থাকে একটি মডেল হিসাবে রুপান্তর করা হবে
শিক্ষা বিষয়ক জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘লেখাপড়া টোয়েন্টিফোর ডট কমে’র সাথে সাতক্ষীরা জেলার শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভায় লেখাপড়া টোয়েন্টিফোর ডট কমে’র ব্যবস্থাপনা সম্পাদক সায়ফুল হক সিরাজী জেলা প্রশাসক নাজমুল আহসানকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মান-উন্নয়ন, কোচিং বাণিজ্য, জলাবদ্ধতা এবং আইলা দুর্গত এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক নাজমুল আহসান এ বিষয়ে ধারাবাহিকভাবে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস প্রদান করেন এবং সাতক্ষীরা জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান জলাবদ্ধতাসহ যে সব সমস্যা রয়েছে তা সমাধানের ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এছাড়া সাতক্ষীরার শিক্ষা ব্যবস্থাকে একটি মডেল হিসাবে রুপান্তর করা হবে বলে জানান। এসময় জেলা প্রশাসক নাজমুল আহসান লেখাপড়া টোয়েন্টিফোর ডট কমে’র অগ্রযাত্রাকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার কে.এম ওবায়দুল্লাহ আল মাসুদ, লেখাপড়া টোয়েন্টিফোর ডট কমে’র জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহমান, বিশেষ প্রতিনিধি রাহুল রায় প্রমুখ।
মন্তব্য চালু নেই