টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফের সাবরাং আছারবনিয়া এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার ভোরে মিয়ানমার সীমান্তবর্তী উপজেলার সাবরাং আছারবনিয়া এলাকার নাফ নদী থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।
৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, তাঁর নেতৃত্বে নাফ নদীতে একটি নৌকায় তল্লাশি করার সময় চারজন মাঝিমাল্লা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এ সময় নৌকায় থাকা জালের নীচে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য দেড় কোটি টাকা। উদ্ধারকৃত এসব ইয়াবা উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে। এ সময় নৌকা ও জাল জব্ধ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই