র‌্যাবের সঙ্গে “বন্দুকযুদ্ধে” নিহত ২

সুন্দরবনের তাম্বুলবুনিয়া খালে র‌্যাবের সঙ্গে “বন্দুকযুদ্ধে” আকাশ বাহিনীর প্রধানসহ দুই জলদস্যু নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, মুক্তিপণের দাবিতে বনদস্যু কাশেম ওরফে আকাশ বাহিনী জেলেদের অপরহণ করে তাম্বুলবুনিয়া খালে জিম্মি করে রাখে। জেলেদের উদ্ধারের জন্য সকালে তাম্বুলবুনিয়া খালে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব অধিনায়ক আরো জানান, অভিযানের সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে বাহিনীপ্রধান কাশেম ওরফে আকাশ ও উপপ্রধান ফরিদ ওরফে মাইজ্যা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

লাশ দুটি এবং অস্ত্র-গুলি মংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

অভিযানে কয়েকজন জেলেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। তবে কয়জনকে উদ্ধার করা হয়েছে, তা জানানো হয়নি।



মন্তব্য চালু নেই