বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নের জন্য ভারতীয় হাইকমিশনের অনুদান

রাজশাহী নগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নের জন্য বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন ৭৪ লাখ টাকা অনুদান দিয়েছে। শনিবার রাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। অনুদানে প্রাপ্ত টাকা থেকে জাদুঘরের তৃতীয় তলায় বর্ধিত ভবনের যে নির্মাণ কাজ করা হচ্ছে সেখানে ব্যয় করা হবে এবং গ্রন্থাগার সমৃদ্ধ করতে দূর্লভ গ্রন্থ এবং প্রাচীন পান্ডুলিপি সংগ্রহের কাজে লাগবে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন ও সহকারী ভারতীয় হাইকমিশনার রাজশাহী সন্দীপ মিত্র গত বৃহস্পতিবার যৌথভাবে এই নির্মাণ কাজ উদ্বোধন করেন। এটি ১৯১০ সালে তৎকালীন পূর্ব বাংলায় প্রতিষ্ঠিত প্রথম জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান। শুরু থেকেই এই জাদুঘরের গ্রন্থাগারে প্রকাশিত সাময়িকী ও বই সংগ্রহে রয়েছে, উচ্চশিক্ষায় গবেষণার জন্য শিল্প ও পুরাতত্ত্ব, প্রাচীন ও মধ্যযুগের বাংলার ইতিহাসে এটি অপরিহার্য। এখানে লাইব্রেরিতে এই পর্যন্ত পাওয়া সংস্কৃত পুঁথির সংখ্যা ২,৫৩০টি এবং ১০,১৪৭টি ভলিউম রয়েছে। যুক্তিসঙ্গতভাবেই জাদুঘরের সঙ্গে সংশ্লিষ্টরা গর্ব বোধ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নগরীর অভ্যন্তরে অবস্থিত এই জাদুঘরটি পরিচালনা করে।



মন্তব্য চালু নেই