কলারোয়ার (সাতক্ষীরা) কিছু টুকরো খবর (০৮/১০/১৪)
ত্যাগের মহিমায় আনন্দকে উপভোগ করে কলারোয়ায় উদযাপিত হলো পবিত্র ঈদ-উল আযহা:
ত্যাগের মহিমায় আনন্দকে উপভোগ করে কলারোয়ায় উদযাপিত হলো পবিত্র ঈদ-উল আযহা। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি এলাকায় ঈদের জামাতে শত শত মুসল্লী নামাজে অংশ নেন। জানা গেছে, উপজেলার মধ্যে সবচেয়ে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা (একাংশ) সম্মিলিত ঈদগাহে। ঈদে ধনী-গরীব নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ মিশে যায় একে অপরের সাথে। ঈদের নামাজের পর গরু ও ছাগল কোরবানীর মধ্য দিয়ে নিজেদের মধ্যের পশুত্বকে কোরবানীর প্রচেষ্টা চালায় অনেকে। নতুন পোশাক পরিধান করে আনন্দে ভাসে প্রায় সকলে। কর্মসূত্রে কলারোয়ার বাইরে বসবাসরত পরিবার গুলোও নাড়ির টানে ছুটে আসে নিজ জন্মভিটার ঠিকানায়। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করলো কলারোয়ার মানুষ।
কলারোয়ায় যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদাণ:
কলারোয়ায় আস্-সাদকাহ বিষয়ক আলোচনা ও মানবিক সহায়তা অনুবর্তনা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া যাকাত ফাউন্ডেশনের আয়োজিত ওই অনুষ্ঠানটি ঈদের পরদিন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মানবিক সহায়তা কর্মসূচী ও পদ্ধতি-ইসলামী দৃষ্টিকোন বিষয় নিয়ে বক্তারা আলোচনায় আলোকপাত করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি হিসাবে উপজেলার দুঃস্থদের মধ্যে ১৫টি সেলাই মেশিন, ১টি ভ্যান গাড়ী ও ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়। ১ম থেকে পরপর ৪র্থ অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে যাকাত ফাউন্ডেনের পরিচালনা পরিষদের সহ.সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ এমএ ফারুক ও যাকাত ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক এমএ মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যাকাত ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান বক্তা ছিলেন যাকাত ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেনের সহ.সভাপতি ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সহ.সভাপতি ও ইসলামী ব্যাংকের এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান (নও-মুসলিম), উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, যাকাত ফাউন্ডেশনের নিরীক্ষা-মূল্যায়ন পরিষদের সভাপতি সহযোগি অধ্যাপক ড. ইউনুছ আলী, ফাউন্ডেশনের সিনিয়র সহ.সভাপতি দুনীতি দমন কমিশনের উপ-পরিচালক খান মীজানুল ইসলাম সেলিম, সহ.সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ, সহ.সভাপতি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এটিএম আবু আসাদ, সহ.সভাপতি ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইসমাইল, ফাউন্ডেশনের সদস্য সচিব ও খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিমুল আযম, ফাউন্ডেশনের সদস্য ও সিরাজুল ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, ঢাকা সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মুর্শিদা ইমাম রিংকু, খান সাব্বিরুল ইসলাম সাগর, সহ.সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সহ.সম্পাদক আশারাত আলী, আনিসুর রহমান, সা. সম্পাদক শেখ তোজাম্মেল হোসেন মানিক, সাবেক সুপারিনটেনডেন্ট মাওলানা আবু জাফর, মাওলানা রেজাউল করিম (মুক্তিযোদ্ধা), সাতক্ষীরার জাতীয় মুফাসসির পরিষদের সা. সম্পাদক মাওলনা ইমাম হাসান নাসেরী, কপাই সা.সম্পাদক এড.কামাল রেজা, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচি, পৌর কাউান্সলর মাস্টার মনিরুজ্জামা বুলবুল, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মাওলনা আসাদুজ্জামান ফারুকী, রমজান আহম্মেদ, বদরুজ্জামান বিপ্ল¬ব, ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন, আজিজুর রহমান বাবু, আশরাফ আলী বাবু, খুলনা ফার্স্ট সিকিউরিটি ইমলামী ব্যাংকের ম্যানেজার আব্দুর রউফ, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যাকাত ফাউন্ডেশনে দপ্তর সম্পাদক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
কলারোয়ায় গাঁজা সেবনকারীকে কারাদন্ড:
কলারোয়ায় গাঁজা সেবনকারীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। জানা গেছে, থানার এসআই হারাধন কুন্ডু বুধবার সকাল ১০টার দিকে শেখ আমানুল¬াহ ডিগ্রী কলেজ এলাকা থেকে গাঁজাসেবনের সময় উপজেলার রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র মনিরুল ইসলাম মনি (২৮) কে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদার আটক মনিরুল ইসলামকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন এসআই হারাধন কুন্ডৃ, বেঞ্চ সহকারী এমএ মান্নান প্রমুখ।
অবৈধপথে ভারতে গিয়ে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র:
অবৈধপথে ভারতে গিয়ে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ঈদের দিন সোমবার সকালে কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশ কালে তাদেরকে আটক করে ভারতের বিথারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা। আটককৃতরা হলো- খুলনার ডুমুরিয়া উপজেলার দোহাখোলা গ্রামের দেবব্রত মন্ডলের পুত্র সৌরভ মন্ডল (১৮) ও একই গ্রামের দিপংকর মন্ডলের স্ত্রী শ্রী মিনতী মন্ডল (৪০)। ওই দিন সন্ধ্যায় পতাকা বেঠকের মাধ্যমে আটককৃতদের কলারোয়ার মাদরা বিওপির বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এঘটনায় কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-০৬) হয়েছে বলে জানা গেছে।
ব্যাংকার কাজী আসাদের প্রয়াত পিতা-মাতার স্মরণে দোয়া অনুষ্ঠান:
বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামান ও ইঞ্জিনিয়ার কাজী ফারুকুজ্জামানের প্রয়াত পিতা-মাতার বিদেহী আত্মার শান্তি কামনায় কলারোয়ায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শুভংকরকাটি গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল শাহী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শরিক হন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান মিলন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সা. সম্পাদক মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান তুহিন, সৈয়দ মাসুদ হোসেন লিটন, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ডা. আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া সংগঠক মীর রফিকুল ইসলাম, মীর সহিদুল ইসলাম, মীর মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাহেব আলি, মাস্টার শফিকুল ইসলাম শফি প্রমুখ।
এক্স-স্টুডেন্ট ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত:
কলারোয়ার বড়ালীতে এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র্যালি, আলোচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার দিনব্যাপী বড়ালী প্রাইমারি স্কুল প্রাঙ্গনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভার বিভিন্ন কর্মসূচির পর এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইউনুছ আলির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সা. সম্পাদক ঢাকা ডিবি’র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ জুয়েল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরফ আলী, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, ইউপি সদস্য ডা. রেজাউল করিম রেজা, আব্দুর রউফ বিশ্বাস, সহকারী সমবায় কর্মকর্তা জাফর ইকবাল জুয়েল, যশোর স্কুল পরিদর্শক নুরুজ্জামান সাগর, মাস্টার আব্দুর রাজ্জাক, মাস্টার মিজানুর রহমান, মাস্টার রইছ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বড়ালী প্রাইমারি স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত ৩ শিক্ষককে সম্মাননা ও এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত বড়ালি গ্রামের সুমাইয়াকে শিক্ষা সহায়তা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ফোরাম’র সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল হক তুহিন, বেনজীর হেলাল ও অহিদুজ্জামান।
মন্তব্য চালু নেই