এবার রংপুরে সাংবাদিকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীর থেকে নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজীবের মরদেহ উদ্ধারের একদিন না কাটতেই এবার রংপুরে আরেক সাংবাদিকের লাশ উদ্ধার হলো।

বৃহস্পতিবার সকালে রংপুরের ধান গবেষণা কেন্দ্রের পাশের পরিত্যক্ত পাম্পের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাংবাদিকের নাম মশিউর রহমান উৎস (৩৫)। তিনি স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন যুগের আলোর সহকারী বার্তা সম্পাদক নজরুল মৃধা।

ওই পত্রিকার আরেক স্টাফ ফটোগ্রাফার ইমরোজ ইমু জানান, সকাল নয়টার দিকে ধান গবেষণা কেন্দ্রের পাশের পাম্পের কাছে থেকে উৎসের মরদেহ সনাক্ত করা হয়। পরে সেখান থেকে পুলিশের উপস্থিতি লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুল কাদের জিলানীর সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই