টাঙ্গাইল ছাড়া অন্য কোথাও যানজট নেই
গাজীপুর-টাঙ্গাইল ছাড়া অন্য কোনো মহাসড়কে যানজট না থাকায় ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগ ছাড়াই বাড়ি ফিরতে পেরেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘টাঙ্গাইলের দিকে বিশেষ করে চন্দ্রা থেকে মির্জাপুর অংশে যানজটের কারণে মানুষ দুর্ভোগের কবলে পড়েছে। এছাড়া অন্যসব মহাসড়কে যানজট না থাকায় মানুষের দুর্ভোগের কোনো কারণ হয়নি।’
শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সড়ক ও ঘরমুখো মানুষের সার্বিক অবস্থা পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।
গত রমজানের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক নিয়ে সমালোচনা থাকলেও এবারের ঈদে ওইসব মহাসড়কে কোন যানজট হয়নি। এছাড়া অনেক মানুষ ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আফতাব আহমেদ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নিতকরণ প্রকল্পের উপপরিচালক লে. কর্নেল আনোয়ার হোসেনসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই