রাশেদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বাধীন ‍বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশেদুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গণে তার মরদেহ আনা হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

প্রধানমন্ত্রী এই শব্দসৈনিকের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।



মন্তব্য চালু নেই