ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের পর উদ্ধার ॥ আটক ৩
ড্রাইভার-হেলপারকে বেঁধে ফেলে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষনিক তৎপরতায় গভীর রাতেই উদ্ধার হয়েছে ধানবোধাই ওই ট্রাকটি। আটক হয়েছে ছিনতাইয়ে জড়িত ৩ ডাকাত। বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হুলহুলিয়া মাঠ এলাকায় এ দূ:র্ধস্ব ডাকাতির ঘটনাটি ঘটে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ও দায়িত্বরত কর্মকর্তা এএসআই নাজমুল জানান, বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হুলহুলিয়া এলাকার ফাঁকা রাস্তায় ধানবোঝাই ট্রাক (যশোর-ট- ১১-২১৫৩) অস্ত্রের মুখে গতিরোধ করে ডাকাত দল। এসময় তারা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে বেঁধে পাশের বাগানে ফেলে রেখে ট্রাকটি নিয়ে চলে যায়। পরে সাতক্ষীরা সদর থানা ও পাটকেলঘাটা থানা পুলিশের তৎপরতায় এবং ধান ও ট্রাকের মালিকদের প্রচেষ্টায় ওই রাতেই পাটকেলঘাটা এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় ৩ডাকাতকে পুলিশ আটক করে। আটককৃতরা হলো- যশোর জেলার শার্শা থানার বাড়িপোতা গ্রামের সুরত আলীর পুত্র শফিকুল ইসলাম (২০), একই গ্রামের ইনতার আলীর পুত্র নুরুজ্জামান (৩৫) ও কেশবপুর থানার দেউলি গ্রামের ইনতাজ আলী মোল্যার পুত্র শরিফুল ইসলাম (২২)। এঘটনায় শুক্রবার থানায় মামলা (নং-০৩,তাং-৩/১০/১৪ইং) হয়েছে। ট্রাকটি থানার জিম্মায় রয়েছে। ২৫০বস্তা কাঁচা ধান মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে ধান মালিক শার্শা থানার মহিষা গ্রামের তরিকুল ইসলাম তরিক জানান, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া থেকে ২৫০বস্তা ধানবোঝাই ট্রাকটি সিংগা রোড হয়ে বৃহষ্পতিবার রাত ১১টার দিকে বাগআঁচাড়া আসছিল। এসময় হুলহুলিয়া এলাকায় পৌছুলে অস্ত্রধারী ডাকাত দল ট্রাকটি গতিরোধ করে ড্রাইভারের হাত-পা বেধে পাশের বাগানে ফেলে রেখে চলে যায়। পরে ডাকাতরা হেলপারকে সাতক্ষীরার ছয়ঘরিয়া এলাকার ফাঁকা রাস্তার পাশে ফেলে দেয়। ট্রাকটি দীর্ঘক্ষণ বাগঁআচড়ায় ধানের আড়তে না আসায় ও ড্রাইভার-হেলপারের কোন খবর না পাওয়ায় ধান মালিক তরিকুল ইসলাম ও ট্রাক মালিক কলারোয়ার পুটুনি গ্রামের আ.হাকিম বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে থাকেন। পরে তারা ইন্টারনেটের মাধ্যমে ট্রেকিং করে জানতে পারেন ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকটি সাতক্ষীরার বিনেরপোতা এলাকা দিয়ে পাটকেলঘাটা অভিমূখে যাচ্ছে। এসময় তারা কলারোয়া, সাতক্ষীরা সদর ও পাটকেলঘাটা পুলিশকে অবহিত করলে পুলিশের তাৎক্ষনিক তৎপরতায় ওই রাতেই পাটকেলঘাটা ফুটবল মাঠ এলাকা থেকে চলন্ত ধানবোধাই ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এসময় ট্রাকে থাকা ওই তিন ডাকাতকে পুলিশ আটক করে। রাতেই হাইওয়ে পুলিশ ছয়ঘরিয়া থেকে হেলপারকে উদ্ধার করে। পরে উদ্ধার হয় ট্রাকের ড্রাইভারও।
মন্তব্য চালু নেই