সাতক্ষীরা প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের ক্যানভাস

রাজনীতিবিদ-শিক্ষক-সাংবাদিক-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলন মেলা

সাতক্ষীরায় মনের মাধুরী মিশিয়ে মুক্তিযুদ্ধের ক্যানভাস আকলেন রাজনীতিবিদ-শিক্ষক-সাংবাদিক-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব মঙ্গলবার বিকালে এই মুক্তিযুদ্ধের ক্যানভাস অংকন কর্মসূচি আয়োজন করে।
প্রেসক্লাবের কৃষ্ণচূড়া চত্বরে দুপুর ৩টায় ক্যানভাসে রং তুলির আচড় দিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হককে সাথে নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে ক্যানভাসে রং তুলির আচড় দিয়ে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন।

ff canvas 5
এতে অংশ নিয়ে শিশু শিক্ষার্থী অদ্রি ও মাশরাফি অনুভূতি ব্যক্ত করে বলেন, এই প্রথম মুক্তিযুদ্ধের ক্যানভাস আকতে পেরে খুবই ভাল লাগছে।
অনুভূতি ব্যক্ত করতে যেয়ে অধ্যাপক নিসার হোসেন বলেন,স্বাধীনতার চার দশক পরেও ঢাকায় বসে যখন শুনতাম,স্বাধীনতাবিরোধীরা সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ওপর আঘাত করে, তাদের ওপর প্রাধান্য ফলায়,তখন খুব কষ্ট পেতাম। আজ সে অবস্থা এখানে বিরাজ করছেনা,শুনে ভাল লাগছে। আরো ভালো লাগছে এটা জেনে,প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে কাজ করছে।



মন্তব্য চালু নেই