কলারোয়ায় শ্রীশ্রী বক্ষ্ম হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথির অনুষ্ঠান
সাতক্ষীরার কলারোয়ায় শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর কেঁড়াগাছী জন্মভিটা আশ্রমে ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরের আবির্ভাব তিথি পালন করা হয়েছে।
মঙ্গলবার আয়োজিত ওই অনুষ্ঠানে অধিবাস কীর্তন, নাম সংকীর্তন, ভগবত আলোচনা, অধিবাস কীর্তন ও নাম সংকীর্তন পরিবেশিত হয়। সংকীর্তন পরিবেশন করেন উত্তম কুমার পাল ও তার সম্প্রদায় এবং ভাগোবত আলোচনা করেন আশ্রমের মহারাজ অবারিত দাস বাবাজী অনুকুল চন্দ্র দাস ও সুশীল কুমার দাস।
আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্ত্তক চন্দ্র মিত্রের এর সভাপতি ও সাধারণ সম্পাদক সন্দীপ রায় এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূট্ট লাল গাইন, কলারোয়া উপজেলা পূজা উদর্যাপন পরিষদের সাধারন সম্পাদক ও শ্রী শ্রী হরিদাস ঠাকুর আশ্রম পরিচালনা পরিষদের অন্যতম উপদেষ্টা বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ।
বহু ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠান সুন্দর ও সার্থকরূপে পালিত হয়।
মন্তব্য চালু নেই