নিবন্ধনহীন সিমকার্ড বিক্রি করলে ব্যবস্থা নেবে সরকার
ভুয়া ও নিবন্ধনহীন সিমকার্ড বিক্রির বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে সরকার। এখন থেকে যথাযথ নিবন্ধন ছাড়া সিমকার্ড বিক্রি করলেই মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন হুমকি ও চাঁদাবাজি বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের পদক্ষেপ নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধে মোবাইল কোম্পানিগুলোকে বলা হয়েছে- ভুয়া নম্বর যেন না দেওয়া হয়। যদি দেওয়া হয়, তাহলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমির হোসেন আমু বলেন, ভুয়া নম্বর থেকে ফোন করে বর্তমানে চাঁদাজির ঘটনা ঘটছে। দেশের বাইরে সহজে কেউ মিস পায় না। আমাদের দেশেও সে আইন রয়েছে। ভোটার আইডিসহ অন্যান্য কাজগপত্র নিয়ে সিমকার্ড বিক্রি করতে হবে।
মন্তব্য চালু নেই