সময় বাড়লো অনলাইন পত্রিকা নিবন্ধনের

একমাস বাড়ানো হলো দেশের অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা। ১৫ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরামউদ্দিন আহম্মদ।

দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও অপসাংবাদিকতা রোধ করার জন্য সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে সরকার।

এদিকে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ ঘোষণা দেয়া হয়, অনলাইন পত্রিকা নিবন্ধন করতে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। একইসঙ্গে প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে।

নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। এছাড়া নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করতে হবে।

নির্ধারিত ফরমে দাখিল করা তথ্যদি যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন দেবে।

অনলাইন পত্রিকা নিবন্ধন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই