ফেসবুক খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ: বোয়াফ
তৃতীয় বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দিয়ে তরুণ প্রজন্মের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখায় ফেসবুক ব্যবহারীদের পক্ষ থেকে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের তরুণ প্রজন্মের উন্নত জীবন ব্যবস্থার বিনির্মাণের জন্য শেখ হাসিনা দেশকে আজ অনেক দূর নিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় সাইবার জনিত অপরাধ থাকা সত্তেও ফেসুবক খুলে দিয়ে তরুণ প্রজন্মের অগ্রযাত্রা ও ডিজিট্যাল বাংলাদেশকে এগিয়ে যেতে যে সহায়তা প্রদান করেছে তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এ প্রজন্ম।
তিনি আরও বলেন, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, সামাজিক সচেতনতা এবং সংবাদ সংযোগের ক্ষেত্রে ফেসবুক কতটুকু গুরুত্বপূর্ণ তা জননিরাপত্তার কারনে ২৩ দিন বন্ধ থাকায় জীবন যাত্রায় প্রতিফলন ঘটেছে বলেও প্রতীয়মাণ হয়েছে।
ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপসগুলো অতিশীঘ্রই খুলে দিয়ে উন্মুক্ত তথ্য প্রবাহের সুযোগদানে এ প্রজন্মকে সহায়তা করার দাবি জানান বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
মন্তব্য চালু নেই