অতিথি পাখি শিকারের দায়ে এয়ার গান ও বকসহ আটক তিন ব্যক্তির জেল-জরিমানা
সাতক্ষীরায় অতিথি পাখি শিকারের সময় এয়ার গান ও শিকারকৃত সাতটি বকসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। পরে আটক তিন ব্যক্তিকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আব্দুল সাদী তাদের এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়লের ছেলে কওসার মোড়লকে (৫৫) তিন মাসের বিনাশ্রম কারাদ- এবং একই এলাকার মৃত সিরাজুল গাজীর ছেলে সালাম গাজী (৩২) ও ফারুক মোড়েলের ছেলে ফয়সাল হোসেন (১৮) কে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে পাখি শিকাররত অবস্থায় তাদের আটক করা হয়। সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের একজনকে কারাদ- প্রদান ও দু’জনকে জরিমানা করে।
মন্তব্য চালু নেই