ভিক্ষাবৃত্তি বন্ধকরণে সেমিনার
ভিক্ষাবৃত্তি অবলম্বন বন্ধ করণের জন্য কলারোয়ার কেরালকাতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির উদ্দ্যেগে অনুষ্ঠিত সেমিনারে সভাপপত্বি করেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী। সেমিনারে বক্তরা ভিক্ষাবৃত্তি বন্ধকরণের লক্ষ্যে ভিক্ষুকদের পুনর্বাসনের গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, বিশ্ব ব্যাংক কর্মকর্তা তারেক মাহমুদ, জাইকার জেলা প্রতিনিধি জাপানী নাগরিক সিজুকা নাকানো, প্রজেক্ট অফিসার শেখ লুৎফর রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিজুল হক লিটু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মহব্বত আলী, কলারোয়ার কেড়াগাছী ইউপি চেয়ারম্যান ভুট্টলাল গাইন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, সাংবাদিক প্রভাষক সাইফুল ইসলাম, কেরালকাতা যুবলীগের সভাপতি আলমগীর কবির, আমিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার সহ অন্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেরালকাতা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মশিয়ার রহমান বাবু।
মন্তব্য চালু নেই