কলারোয়ার (সাতক্ষীরা) কিছু খবর (২৯/৯/১৪)
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কৃত:
কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়েছে। শিশু ল্যাবরেটরী জুনিয়র হাইস্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আরাফাত-জয়’ বৃত্তি প্রকল্পের আওতায় এ পুরস্কৃত করা হয়। সোমবার সকালে স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টুর অর্থায়নে পরিচালিত ওই বৃত্তি প্রকল্পের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক ইমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা. সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, অভিভাবক অধ্যাপক শশাঙ্ক কুমার, ব্যবসায়ী এমএ হাকিম সবুজ, সাবেক ব্যাংকার দ্বীন মোহাম্মদ, শিক্ষক মাওলানা নুরুল হক, স্বপন কুমার দে, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, নিগার সুলতানা, রুনা লায়লা, আব্দুল্যাহ আল মামুন, পারভেজ কবির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সা.সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
অবৈধপথে ভারতে যাওয়ার সময় কলারোয়ার চন্দনপুরে ৯নারী-শিশু-পুরুষ আটক:
অবৈধপথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৯ নারী-পুরুষকে বিজিবি আটক করেছে। জানা গেছে, সোমবার দুপুরের দিকে উপজেলার চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো- ঝালকাঠির সন্তোষ কুমার (৬০), তাঁর স্ত্রী পারুল (৫৫), ছেলে গোপাল (৩০), পুষ্প হাওলাদার (২৮) ও পরিতোষ (৬), একই এলাকার গোপাল বিশ্বাসের স্ত্রী লাকি হাওলাদার (৩০) এবং পিরোজপুরের বিশ্বনাথ (৬০), সুবির (৪০) ও সুদীপ বিশ্বাস(৫০)।
কলারোয়ায় ফেনসিডিল উদ্ধার:
কলারোয়া সীমান্তে ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সোমবার ভোররাতে উপজেলার কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বোয়ালিয়া গ্রামের মাঠ এলাকা থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।
কলারোয়ায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত:
কলারোয়ায় চোরাচালান নিরোধ, আইন-শৃঙ্খলা ও এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও অনুপ কুমার তালুকদার। সভায় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, আনসার-ভিডিপি কর্মকর্তা মাহবুব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, ডা. মেহের উল্লাহ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ও এসএম শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ ও আসলামুল আলম খান আসলাম, সোনাবাড়িয়া করিডোরের কামরুজ্জামান, কাকডাঙ্গা বিওপির সুবেদার গোলাম সরোয়ার, চান্দুড়িয়া বিওপির নায়েব সুবেদার আবুল কাসেম, মাদরা বিওপির হাবিলদার ইসরাইল হোসেন প্রমুখ।
মন্তব্য চালু নেই